কিয়েভ, ২ মার্চ (হি.স.): কিয়েভের পর এবার খারকিভ ছাড়ার পরামর্শ দেওয়া হল ভারতীয় নাগরিকদের। অবিলম্বে ভারতীয়দের খারকিভ ছাড়তে পরামর্শ দিয়েছে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অবিলম্বে খারকিভ ছেড়ে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পিসোচিন, বেজলিউডভকা এবং বাবায়েতে চলে যান।
টুইটারের মাধ্যমে জানানো হয়েছে, খারকিভের সমস্ত ভারতীয় নাগরিকদের জন্য জরুরি পরামর্শ৷ তাঁদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য অবিলম্বে খারকিভ ছাড়তে হবে। যত তাড়াতাড়ি সম্ভব পেসোচিন, বাবায়ে এবং বেজলিউডোভকা-এ এগিয়ে যান। যে কোনও পরিস্থিতিতে ৬টার মধ্যে এই সমস্ত স্থানে চলে যান।