খোয়াই, ১ মার্চ : খোয়াই থানা এলাকার সিঙ্গিছড়ার লোধি পাড়ায় এক যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে। ওই যুবকের নাম সুশেন দাস।
ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে খাওয়া-দাওয়া শেষ করে ওই যুবক নিজের ঘরে ঘুমোতে যায়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠছে না দেখে পরিবারের লোকজন তাকে ডাকতে যায়। তখন সে কোন সাড়া দিচ্ছিলো না। তাতে পরিবারের লোকজনদের মনে সন্দেহ হয়। দরজা ফাঁকা করে তারা লক্ষ্য করেন তার দেহ ফাঁসিতে ঝুলছে। তখন পরিবারের লোকজনরা চিৎকার শুরু করেন। চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পাঠানো হয় খোয়াই থানার পুলিশকে। পুলিশ ছুটে এসে সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কেন এই আত্মহত্যার ঘটনা ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।