ইউক্রেন থেকে ২৪৯ জন ভারতীয়দের নিয়ে ফিরল বিশেষ বিমান

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ ক্রমশ জটিল হয়ে উঠছে। এই পরিস্থিতিতে বাড়ছে পরমাণু যুদ্ধের আশঙ্কাও। এহেন পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে জোরকদমে চলছে ‘অপারেশন গঙ্গা’। ওই অভিযানের রোমানিয়ার রাজদানী বুখারেস্ট থেকে ছেড়ে যাওয়া বিমানটি সোমবার সকালে দিল্লিতে অবতরণ করেছে। বিমানে ২৪৯ জন ভারতীয় নাগরিককে নিয়ে দেশে ফেরে।

সূত্রের খবর, রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে ভারতীয় পড়ুয়া ও অন্য নাগতিকদের নিয়ে দিল্লি বিমানবন্দরে পৌঁছত পঞ্চম বিমান। সেখানেই ইউক্রেন ফেরত এক পড়ুয়া বলেন, “সরকার আমাদের প্রচুর সাহায্য করেছে। ভারতীয় দূতাবাসও সমস্ত সম্ভব চেষ্টা করছে। তবে সীমান্ত (ইউক্রেনের) পেরনোটাই বড় সমস্যা। আমি আশা করছি সেদেশ থেকে সব ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এখনও ইউক্রেনে ভারতের অনেক মানুষ আটকে আছে।”
যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগেও ইউক্রেনে ভারতীয় নাগরিকের সংখ্যা ছিল প্রায় ২০ হাজার। এদের অনেকেই আবার ডাক্তারি পড়ুয়া। তবে রাশিয়া পূর্ণ যুদ্ধ ঘোষণা করার আগেই দেশে ফেরেন অন্তত হাজার চারেক ভারতীয়। বাকিদের ফেরানোর চেষ্টা চলছে।

উল্লেখ্য, রবিবার যুদ্ধ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়ে দেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানো ও তাঁদের সুরক্ষাকেই অগ্রাধিকার দেওয়া হবে। বৈঠকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হলেও সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে আটক ভারতীয়দের ফেরানো নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *