নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৭ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কুমারঘাটে নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ আটক ব্যক্তির কাছ থেকে বেশকিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷
ঘটনার বিবরণে জানা গেছে পুলিশের কাছে আগাম ও সুনির্দিষ্ট খবর ছিল পেঁচারথল এদিক থেকে এক ব্যক্তি নেশাজাতীয় সামগ্রী নিয়ে আসছে৷ সেই খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিক গমন জনসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা উৎপেতে বসে থাকেন৷ সন্দেহভাজন ব্যক্তিকে কুমারঘাট এলাকায় এসে পৌঁছলে বাইক সহ তাকে আটক করে পুলিশ৷ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পুলিশ৷ মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে৷ পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ তৎপরতা বৃদ্ধি করেছে৷ তাতে সাফল্য আসতে শুরু করেছে বলে দাবি করেছেন মহকুমা পুলিশ আধিকারিক গমন জয় রিয়ান৷
এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওই পুলিশ আধিকারিক৷ উল্লেখ্য উত্তর জেলার কুমারঘাট সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে নেশা কারবারিদের অবাধ বিচরণ অব্যাহত৷ ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুব সমাজ ধবংসের মুখে ধাবিত হচ্ছে৷ রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও নেশা কারবারিদের নতুন নতুন কৌশলের কাছে সরকারি উদ্যোগ রীতিমতো মাল খেয়ে চলেছে৷