Thief : চুরি থামাতে কৈলাসহরে পুলিশের দৌড়ঝাপ

কৈলাসহর, ২৫ ফেব্রুয়ারি : কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন এলাকায় ২টি বিদ্যালয় সহ একাধিক গৃহস্থের বাড়িতে চুরি ও চুরির চেষ্টার ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে কৈলাশহর থানায় স্মারকলিপি প্রদান করেছিলেন শহরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। শহরের মানুষের এহেন যন্ত্রনার অবসান ঘটানোর জন্য কৈলাসহর থানার ওসি বিজয় দাস পুলিশ কর্মী দিয়ে প্রতিদিন সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত প্রতিটি পুর এলাকাকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিলেও বিগত কয়েকদিন আগে দুজনকে সন্দেহজনক ভাবে তুলে আনা হয়। অবশ্য পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ না থাকায় ছেড়ে দিতে বাধ্য হয় পুলিশ।


আজ সকাল আনুমানিক ১০টা নাগাদ দক্ষিণ কাচেরঘাট থেকে চুরি যাওয়া একটি লেপটপ ৪নং ওয়ার্ডের বাসিন্দা শুভম দাস একটি বেগে করে নিয়ে এক পরিত্যাক্ত জলাশয়ে ফেলে দেয়ার সময় সাধারণ জনগন দেখলে তাকে ঐ যায়গায়ই জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। তৎ সময়ে শুভম শিকার না করলেও সেই পরিত্যাক্ত জলাশয়ে একজন সাধারণ পুর এলাকার নাগরিককে নামালে সেখান থেকে উদ্ধার হয় একটি লেপটপ। স্থানীয় জনগন শুভমকে ধরে রেখে পুলিশকে খবর দিলে প্রশাসনের তরফ থেকে তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে শিকার করে যে লেপটপ সহ আরো কাছু জিনিষ পত্র চুরি করেছে এবং পুলিশি জেরায় আরো দুইজনের নাম প্রকাশ করেছে। বর্তমানে ওসি বিজয় দাসের নেতৃত্বে প্রশাসন শুভমের সাথে জড়িতদের পাকরাও করতে দৌড়ঝাপ চালাচ্ছে।
পাশাপাশি আজ কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ও কৈলাসহর মহিলা থানার এস আই শিবানী দেববর্মা ও কৈলাসহর থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনীর যৌথ অভিযানে কনকপুর ও গবিন্দপুর এবং মোহনপুর এলাকা থেকে ছুরি  যাওয়া গ্যাস সিলিন্ডার, সিলিং ফ্যান, জলের মোটর সহ বেশ কিছু জিনিস উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *