বিশালগড়, ২২ ফেব্রুয়ারি : বিশালগড়ে গকুলনগর রাস্তারমাথা চৌমুহনীতে ট্রাফিক পুলিশ পয়েন্ট বসানোর জোরালো দাবি জানিয়েছেন অটো শ্রমিকরা। মঙ্গলবার এই দাবিতে অটো শ্রমিকরা রাস্তার মাথা এলাকায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন।
উল্লেখ্য, গকুলনগর রাস্তার মাথা এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে। এলাকাটি দুর্ঘটনা প্রবল হিসেবেই চিহ্নিত। অথচ এই এলাকায় কোন ট্রাফিক পয়েন্ট নেই। দীর্ঘদিন ধরেই অটোচালক সহ স্থানীয় জনগণ এলাকায় ট্রাফিক পুলিশ নিযুক্ত করার জন্য দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। সে কারণে বাধ্য হয়েই অটো শ্রমিকরা মঙ্গলবার সকাল দশটা নাগাদ সেখানে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে ট্রাফিক পুলিশ নিয়োগ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।
আন্দোলনকারী শ্রমিকরা জানান, প্রায় প্রতিদিনই ওই এলাকায় দুর্ঘটনা ঘটে চলেছে। প্রাণহানি এবং আহত হওয়ার ঘটনা নিত্যদিন এর বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাফিক পুলিশ এ ব্যাপারে কঠোর মনোভাব গ্রহণ না করলে পরিস্থিতি কোন ভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না বলে তারা মনে করেন।

