Tripura Bar Association : ভোটার তালিকা নিয়ে ত্রুটির অভিযোগ, ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন আপাতত স্থগিত

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে না। পরবর্তী ঘোষণা পর্যন্ত নির্বাচন স্থগিত রাখা হয়েছে। আজ ত্রিপুরা বার কাউন্সিলে বৈঠকের পর ওই সিদ্ধান্ত হয়েছে।


প্রসঙ্গত, ভোটার তালিকায় ত্রুটির অভিযোগ এনে কয়েকজন আইনজীবী ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত রাখার দাবি তুলেছিলেন। ওই দাবি ভিত্তিতে আজ বার এসোসিয়েশনের বিদায়ী কমিটির সভাপতি ও সম্পাদককে তলব করেছিল ত্রিপুরা বার কাউন্সিল। বিদায়ী কমিটি দাবি করেছিল, ভোটার তালিকায় কোন ত্রুটি নেই। তাই, তাঁদের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথী নিয়ে আজ বার কাউন্সিলের কাছে হাজির হতে বলা হয়েছিল।


সে মোতাবেক এদিন ত্রিপুরা বার কাউন্সিলের কার্যকরী কমিটির সদস্যরা সমস্ত নথি পরীক্ষা করেছেন। এদিনের বৈঠকে আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরীও উপস্থিত ছিলেন। বৈঠকের সিদ্ধান্তক্রমে পরবর্তী ঘোষণা পর্যন্ত বার এসোসিয়েশনের নির্বাচন স্থগিত রাখা হবে। আগামীকাল বার এসোসিয়েশনের নির্বাচনের রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ওই ঘোষণা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *