মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পড়ুয়াদের প্রভাবিত করার দায়ে গত ১ ফেব্রুয়ারি ইউটিউবার ‘হিন্দুস্তানি ভাউ’-কে গ্রেফতার করেছিল ধারাভি পুলিশ। অবশেষে বৃহস্পতিবার মুম্বইয়ের দায়রা আদালতে জামিন পেলেন হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফাটক। হিন্দুস্তানি ভাউ-এর আইনজীবী অনিকেত নিকম জানিয়েছেন, মুম্বইয়ের সেশন কোর্টে জামিন পেয়েছেন হিন্দুস্তানি ভাউ ওরফে বিকাশ ফাটক।
দশম এবং দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা বন্ধের দাবিতে মহরাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় হাজার হাজার পড়ুয়া। তাদের দাবি ছিল, তারা কোভিড পরিস্থিতিতে অনলাইনে পড়াশোনা করেছে তাই পরীক্ষাও অনলাইনেই দেবে। অফলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বদলাতে হবে সরকারকে। ছাত্রদের উস্কানি দেওয়ার অভিযোগে ‘হিন্দুস্তানি ভাউ’-কে গ্রেফতার করা হয়।