দেহরাদুন, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ী হওয়ার দাবির জন্য কংগ্রেস নেতা হরিশ রাওয়াতকে কটুক্তি করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। বুধবার তিনি বলেন, “কংগ্রেস নেতা হরিশ রাওয়াত জি দিবাস্বপ্ন দেখছেন”। তিনি আরও দাবি করেন, কংগ্রেস ক্ষমতায় আসছে না, এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবে।
মঙ্গলবার রাওয়াত আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, কংগ্রেস দল ৪৮ টি আসন জিতে পার্বত্য রাজ্যে সরকার গঠন করবে এবং কংগ্রেসে কেউই তাকে মুখ্যমন্ত্রী হওয়ার বিরোধিতা করছে না। প্রসঙ্গত, উত্তরাখণ্ডে সোমবার ভোটগ্রহণ হয়েছে এবং ১০ মার্চ ভোট গণনা হবে।