আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : আজ পুর নিগমের প্রথম কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পৌরোহিত্য করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিনের বৈঠকে পুর নিগমের মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, প্রত্যেকটি ওয়ার্ডের কাউন্সিলর, পৌরনিগমের কার্যনির্বাহী অফিসার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকগণ। বৈঠকে পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ড এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
মূলত, প্রতিটি ওয়ার্ড এলাকার সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান পুর প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে সে লক্ষ্যেই কাউন্সিলরদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক সম্পর্কে পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, বর্তমানে পুর নিগমের বিভিন্ন এলাকায় কী কী প্রকল্পের কাজ চলেছে, কাজের অগ্রগতি কতটুকু সেসব বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়েছে। বিগত আমলের যেসব কাজ অর্ধসমাপ্ত রয়েছে সে সমস্ত কাজ অবিলম্বে সম্পন্ন করার ওপরও বৈঠকে গুরুত্ব আরোপ করা হয়েছে।
মেয়র বলেন, পুর নাগরিকদের আরো উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে বর্তমান পুর পরিষদ কাজ করতে বদ্ধপরিকর সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রতিটি ওয়ার্ডের সমস্যা সম্পর্কে অবগত হওয়া হচ্ছে। পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় সমস্যা ভিন্ন ভিন্ন। স্বাভাবিক কারণেই সেইসব সমস্যা গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও আশ্বস্ত করেছেন পুর নিগমের মেয়র।