আগরতলা, ১৪ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজারের রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় ও অচৈতন্য এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজনরা এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে দমকল বাহিনী এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনো পর্যন্ত তার নাম ধাম কিছুই জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে তার মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে এখন পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট কোনো কিছুই জানা যায়নি।
2022-02-14