নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি (হি.স.) : এনসিবি ও ভারতীয় নৌবাহিনীর যৌথ অভিযানে প্রায় ৭৬৩ কেজি মাদক উদ্ধার হল। শনিবার গুজরাতের সমু্দ্র এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ২০০০ হাজার কোর্টি টাকা। উদ্ধার হওয়া মাদকের মধ্যে ৫২৯ কেজি খুবই উচ্চ মানের হাশিশ বা চরস। আর ২৩৪ কেজি উন্নত মানের ক্রিস্টাল মেথামফেটামিন এবং কিছু পরিমাণ হেরোইন। এটাই এনসিবি ও ভারতীয় নৌসেনার যৌথ অভিযান। যা বড়সড় সাফল্য পেল।
দেশের পশ্চিম উপকূল বরাবর যৌথ অভিযান চালানো হয়। তাতেই এত পরিমাণ মাদক উদ্ধার হয়। একাধিক ব্যাগে ভরে মাদক গুজরাতের পোরবন্দর উপকূলে আনা হয়। সূত্রের দাবি, আধিকারিকরা অবিলম্বে নিরাপত্তার কারণ উল্লেখ করে মাদকদ্রব্য বহনকারী জাহাজগুলিকে আটক করে। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মিলতেই তল্লাশি শুরু হয়। তারপরেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। যা আন্তর্জাতিক বাজার মূল্য প্রায ২০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তের ঘটনায় ভারত ও অন্যান্য দেশের মাদক ব্যবসায়ীরা বড় ধাক্কা খেল।