সিডনি ও ইংল্যান্ড, ৯ ফেব্রুয়ারি (হি.স.): করোনাভাইরাসের বাড়বাড়ন্তে নাজেহাল বিশ্বের বিভিন্ন দেশ। অস্ট্রেলিয়ায় করোনার প্রকোপ কিছুটা কমলেও, ইতালি ও ব্রিটেনের মতো দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা-আক্রান্তের সংখ্যা। বিগত ২৪ ঘন্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ০১৭ জন, মৃত্যু হয়েছে ৬৯ জনের। অস্ট্রেলিয়ায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২,৮০৮,৪৫৭ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৭১ জনের এবং সুস্থ হয়েছেন ২,৪৬৬,২৫৪ জন।
ইতালির করোনা-পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের মধ্যে আসেনি। মাঝেমধ্যেই বৃদ্ধি হচ্ছে আক্রান্তের সংখ্যা, মৃত্যুতেও রাশ টানা যাচ্ছে না। ইতালিতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ১.০১ লক্ষের বেশি, মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯৩ জনের। ইতালিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১১,৭৬৫,৭৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৫১২ জনের। ইতালিতে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৯,৬৮৮,৪৫৫ জন।
ব্রিটেনের পরিস্থিতি খুব একটা সুখকর নয়। ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ৩১৪ জনের। ব্রিটেনে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৭,৯৩২,৮০৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৬৭৭ জনের। ব্রিটেনে সুস্থতার সংখ্যা বেড়ে ১৫,৪৯৩,৫৮০-তে পৌঁছেছে।