AR Rahman : লতা সান্নিধ্যের ছবি শেয়ার করে নস্টালজিক এ আর রহমান, শ্রদ্ধাঞ্জলী কুমার শানুর

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সংগীতজগৎ। শোকপ্রকাশ করলেন সুরকার এ আর রহমান। টুইটারে লতা মঙ্গেশকরের সঙ্গে তাঁর আগের একটি ছবি শেয়ার করেছেন তিনি। শ্রদ্ধা জানিয়েছেন সুর সম্রাজ্ঞীকে।

ছবিতে দেখা যাচ্ছে রহমান মেঝেতে বসে রয়েছেন। আর ঠিক তাঁর পাশেই সোফায় বসে রয়েছেন লতা মঙ্গেশকর। ছবির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তিনি। লিখেছেন, ‘প্রেম, শ্রদ্ধা এবং প্রার্থনা।’ লতা সান্নিধ্যের পুরনো ছবি শেয়ার করে নস্টালজিক হয়ে পড়েছেন এ আর রহমান।
তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করছেন সকলে। লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন সংগীত শিল্পী কুমার শানু। তাঁর কথায়, ‘‘অনেক গান গেয়েছি লতাজির সঙ্গে। মানুষের মন জয় করতে পেরেছে সে‌ই গানগুলি। আমার মতে, ওঁর মতো অভিজ্ঞতা গোটা বিশ্বে আর কারও নেই।’’ রেকর্ডিং স্টুডিয়ো বা গানের অনুশীলনের সময়ে শানু অনেক কিছু শিখেছেন লতার কাছ থেকে। তাঁর আত্মবিশ্বাসে বারবার শান দিয়েছেন প্রয়াত গায়িকা। লতার প্রশংসাবাক্যগুলি আজ মনে পড়ছে শানুর। তাঁর জীবনে সেই সব কথাই সব থেকে বড় অনুভূতি এবং প্রাপ্তি বলে জানালেন শিল্পী। শানুর কথায়, ‘‘ওঁর চলে যাওয়ায় শুধু আমাদের ইন্ডাস্ট্রিরই ক্ষতি হল না, গোটা দুনিয়া এক কিংবদন্তি কণ্ঠস্বর হারাল।’’