বলদেব (উত্তর প্রদেশ), ৫ ফেব্রুয়ারি (হি.স.): ভারত এখন আর দুর্বল নয়, আমরা এখন কিছু বললে গোটা বিশ্ব তা মনযোগ দিয়ে শোনে। উত্তর প্রদেশে ভোটপ্রচারে বললেন প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপি নেতা রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। শনিবার উত্তর প্রদেশে বলদেব-এ নির্বাচনী প্রচারে রাজনাথ সিং বলেছেন, “বিশ্ব আগে আমাদের কথাকে গুরুত্ব দেয়নি, কিন্তু এখন ভারত আর দুর্বল নয়, আমরা এখন কিছু বললে গোটা বিশ্ব তা মনযোগ দিয়ে শোনে। উরি ও পুলওয়ামার পর, আপনারাই দেখেছেন আমাদের সেনাবাহিনী কীভাবে পাকিস্তানের মাটিতে জঙ্গিদের নিকেশ করেছে। আমরা একটি শক্তিশালী বার্তা দিয়েছি।”
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বলেছেন, “গালওয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষের বিষয়ে কথা বলেন রাহুল গান্ধী; তিনি যা কিছু পড়েছিলেন তাই বিশ্বাস করেছিলেন। বলেছিলেন মাত্র ৩ জন চিনা জওয়ান মারা গিয়েছিল। আমি স্পষ্ট করতে চাই, অস্ট্রেলিয়ার সংবাদপত্রের মতে, ৩৮-৫০ জন চিনা জওয়ান নিহত হয়েছিল, ২-৪ জন নয়। ভারতীয় সীমান্ত সম্পূর্ণ নিরাপদ।”