সাব্রুম, ৪ ফেব্রুয়ারি : সাব্রুম-আগরতলা চলন্ত ট্রেন থেকে এক মহিলার মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, চলন্ত ট্রেন থেকে মহিলার মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সাব্রুম থেকে আগরতলা আসার পথে বিশালগড় রেলস্টেশন সংলগ্ন এলাকায় মন্দাধরি দেববর্মা নামে এক মহিলার হাত থেকে মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইবাজ। ঘটনাকে ঘিরে রেল যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
2022-02-04