চেন্নাই, ২ ফেব্রুয়ারি (হি.স.) : করোনা আক্রান্ত দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা বড় মেয়ে। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে করোনা আক্রনাত হওয়ার কথা জানান ঐশ্বর্যা।
তিনি জানিয়েছেন, সমস্ত সাবধানতা মেনে থেকেও তিনি করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি তাই সকলকে তিনি অনুরোধ করে লিখেছেন-‘মাস্ক পরুন, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলুন’। সঙ্গে নিজের একটি ছবিও পোস্ট করেছেন ঐশ্বর্যা। হাসপাতালের বেডে শুয়ে সেই ছবি তুলে পোস্ট করেছেন তিনি। হাতে নল গাঁথা রয়েছে তাঁর। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট।