নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকরের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজ্যসভায় বাজেট অধিবেশন বয়কট করলেন তৃণমূলের সাংসদরা। রাজ্যসভায় রাজ্যপালকে অপসারণের দাবিতে আলোচনার প্রস্তাব দিয়েছিল তৃণমূল কংগ্রেস। অধিবেশনের জিরো আওয়ারে আলোচনার দাবি জানিয়েছিল তাঁরা। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। এর প্রতিবাদে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা।
প্রসঙ্গত, তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যপালকে নিয়ে মন্তব্য করেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়েন পুলিশ সুপার অমরনাথ কে কে। মমতা জানতে চান, রাজ্যপাল তাঁদের ফোন করেন কি না। মমতা এ-ও জানতে চান, পুলিশ সুপার কোনও রাজনৈতিক চাপে পড়েছেন কি না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক টুইটে তিনি আইএএস ও আইপিএস অ্যাসোসিয়েশনের টুইটার হ্যান্ডল ট্যাগ করে লেখেন ‘গুরুত্বপূর্ণ ইস্যু’। পাশাপাশি লেখেন, ‘পুলিশের মেরুদণ্ডে আঘাত’।