ওমিক্রনের দাপট, পরিস্থিতি ঠেকাতে বাংলাদেশে ট্রেনের যাত্রী সংখ্যায় কাটছাঁট

ঢাকা, ১২ জানুয়ারি (হি.স.) : ওমিক্রনের দাপট শুরু হয়েছে বাংলাদেশে। এই পরিস্থিতি ঠেকাতে এবার বাংলাদেশে ট্রেনের যাত্রী সংখ্যায় কাটছাঁট করা হচ্ছে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করতে পারবে ট্রেনগুলি। অর্ধেক আসনের জন্যই টিকিট বিক্রি করা হবে।

আগামী ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশে ট্রেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহণ করা যাবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। সেই বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনভাইরাসের সংক্রমণের গতি রুখতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। তার জেরে ট্রেনের স্ট্যান্ডিং টিকিট ও প্ল্যাটফর্ম টিকিট বিক্রিও বন্ধ থাকবে। ১৫ জানুয়ারির আগে পর্যন্ত সব আসনে যাত্রী নিয়ে গন্তব্যে যাবে ট্রেন।