আগরতলা, ৬ জানুয়ারি : রাজ্যের একশত স্কুলকে বেসরকারিকরণের অভিযোগ এনে প্রতিবাদে বৃহস্পতিবারও সার্কিট হাউজ এলাকায় প্রতিবাদে সামিল হন বহিস্কৃত আশীষ দাস। আজ নিয়ে এই প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন ২২ দিনে পদার্পণ করেছে। প্রতিবাদ-বিক্ষোভের খবর পেয়ে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ সার্কিট হাউজ সংলগ্ন এলাকায় ছুটে আসে এবং আন্দোলনরত প্রাক্তন বিধায়ক আশীষ দাসকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
আশিস দাস দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, রাজ্য সরকার যতদিন পর্যন্ত স্কুল বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করে না নেবে ততদিন পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। তিনি আরো বলেন, রাজ্যের স্বৈরাচারী সরকার স্কুল বেসরকারিকরণের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্তের ফলে গরিব ছেলে মেয়েদের পঠন-পাঠন স্তব্ধ হয়ে পড়বে। এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই স্বৈরাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যের শিক্ষানুরাগী মহলসহ সকল জনগণকে আন্দোলনে শামিল হতে তিনি আহ্বান জানিয়েছেন।

