আহমেদাবাদ, ২৯ ডিসেম্বর (হি.স.): গুজরাটের আহমেদাবাদ জেলায় ট্রাক ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। প্রাণে বাঁচলেন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। নিহতদের মধ্যে দু’জন নাবালক, তাঁরা স্কুলে যাচ্ছিল ও একজন মহিলাও রয়েছেন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আহমেদাবাদ জেলার বাগোদারা থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ গুজরাটের ভাপি থেকে সৌরাষ্ট্রের রাজকোট অভিমুখে যাচ্ছিল গাড়িটি। বাগোদারা শহরের কাছে রাজ্য সড়কের ধারে দাঁড়িয়ে ছিল ট্রাক, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে। মৃত্যু হয় দুই নাবালক-সহ ৩ জনের। আহত অবস্থায় ১০ জন আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।