মুম্বই, ২৯ ডিসেম্বর (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত হলেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে, সংক্রমিত হয়েছেন তাঁর স্বামী সদানন্দও। বুধবার সুপ্রিয়া সুলে নিজেই টুইট করে জানিয়েছেন, তাঁর ও তাঁর স্বামীর কোভিড-রিপোর্ট পজিটিভ এসেছে। একইসঙ্গে জানিয়েছেন, তাঁদের শরীরে কোনও উপসর্গ নেই। সম্প্রতি তাঁদের সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদেরও করোনা-পরীক্ষা করার আবেদন জানিয়েছেন সুপ্রিয়া সুলে।
সুপ্রিয়া সুলে এদিন টুইট করে জানিয়েছেন, “সদানন্দ ও আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছি। আমাদের কোনও উপসর্গ নেই। আমাদের সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁরাও পরীক্ষা করিয়ে নেবেন। ভালো থাকবেন।” প্রসঙ্গত, গত কয়েকদিন হল দেশে নতুন করে বাড়ছে করোনার প্রকোপ, সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। বিগত ২৪ ঘন্টাতেই ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন।