নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দিলেন মণিপুরের যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী এবং এনপিপি নেতা লেটপাও হাওকিপ। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরের কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন মণিপুরের মন্ত্রী লেটপাও হাওকিপ। বিজেপিতে যোগ দেওয়ার পর লেটপাও হাওকিপ জানিয়েছেন, “আমার মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই উত্তর-পূর্বাঞ্চল ও মণিপুরের সত্যিকারের প্রগতি সম্ভব।”
মণিপুরের বিজেপির জোট সঙ্গী হল এনপিপি, লেটপাও হাওকিপ হলেন মণিপুরের যুব কল্যাণ বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী। এদিন বিজেপিতে হাওকিপের যোগদানের সময় ভূপেন্দ্র যাদব ছাড়াও বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও উপস্থিতি ছিলেন। হাওকিপকে বিজেপিতে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, “কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকারের সুশাসনও মোদীজির নেতৃত্বে উদ্বুদ্ধ হয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।”