ওয়াশিংটন, ২৯ ডিসেম্বর (হি.স.): কোভিড-সংক্রমণে রেকর্ড গড়ল আমেরিকা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুও। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১২ হাজার ৯৩৯ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। নতুন করে ৩,১২,৯৩৯ জন সংক্রমিত হওয়ার পর আমেরিকায় এযাবৎ ৫৪,১৪৮,৫৪৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।
পাশাপাশি বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে ১,৮১১ জনের। নতুন করে ১ হাজার ৮১১ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ৪২ হাজার ১৬১ জনের। আমেরিকায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা যেমন বেশি, কোভিড থেকে সেরেও উঠছেন অসংখ্য মানুষ। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৪১,৩২৫,১১০ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১১,৯৮১,২৭৩-এ পৌঁছেছে।