Omicron: ভারতে ওমিক্রনে আক্রান্ত বেড়ে ৭৮১, সুস্থ হয়েছেন ২৪১ জন : স্বাস্থ্যমন্ত্রক

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন! মঙ্গলবার সকালে ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৩, বুধবার সকালে সেই সংখ্যা বেড়ে ৭৮১-তে পৌঁছেছে। ওমিক্রনে সংক্রমিত ৭৮১ জনের মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৪১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল পর্যন্ত ভারতে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮১-তে পৌঁছেছে, মোট ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ধান মিলেছে ওমিক্রনের। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে সর্বাগ্রে দিল্লি, তারপরই মহারাষ্ট্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুধবার সকালের বুলেটিনে জানিয়েছে, দিল্লিতে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত ২৩৮ জন, মহারাষ্ট্রে মোট আক্রান্ত ১৬৭, কেরলে ৬৫ জন, তেলেঙ্গানায় ৬২ জন, গুজরাটে ৭৩ জন, রাজস্থানে ৪৬ জন, তামিলনাড়ুতে ৩৪ জন, কর্ণাটকে ৩৪ জন, মধ্যপ্রদেশে ৯ জন, ওড়িশায় ৮ জন, অন্ধ্রপ্রদেশে ৬ জন, পশ্চিমবঙ্গে ১১ জন, হরিয়ানায় ১২ জন, উত্তরাখণ্ডে ৪ জন, চন্ডীগড়ে ৩ জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জন, গোয়ায় একজন, হিমাচল প্রদেশে একজন, লাদাখে একজন ও মণিপুরে একজন ওমিক্রনে আক্রান্ত।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমিক্রনে আক্রান্ত ৭৮১ জনের মধ্যে ইতিমধ্যেই ২৪১ জন সুস্থ হয়েছেন। মহারাষ্ট্রে সুস্থ হয়েছেন ৭২ জন, দিল্লিতে ৫৭ জন, গুজরাটে ১৭ জন, কেরলে একজন, রাজস্থানে ৩০ জন, তেলেঙ্গানায় ১০ জন, কর্ণাটকে ১৮ জন, তামিলনাড়ুতে ১৬ জন, মধ্যপ্রদেশে ৭ জন, অন্ধ্রপ্রদেশে একজন, পশ্চিমবঙ্গে একজন, হরিয়ানায় দু’জন, চন্ডীগড়ে দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, উত্তর প্রদেশে দু’জনই সুস্থ, হিমাচল প্রদেশে একজন ও লাদাখে একজন সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *