Attempt : পুলিশকে পিষে মারার চেষ্টা, গাড়ির কাচ ভাঙ্গার বাহানায় সড়ক অবরোধ কলমচৌরায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ বক্সনগর লাড়ুবাড়ি সংলগ্ণ এলাকায় কলমচৌড়া থানার পুলিশ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় প্রত্যেকদিনের ন্যায় ভ্যাহিকেলস চেকিং এ বসে৷ বসার ঘন্টাখানেক পরে নাম্বার বিহীন একটি সাদা ট্যুরস গাড়ি খুব দ্রুত গতিতে বক্সনগর দিক থেকে বিশালগড় এর দিকে যাচ্ছিলেন৷


তখন নাম্বার বিহীন দ্রুতগামী গাড়ি দেখে থানার পুলিশ গাড়িটি আটকানোর চেষ্টা করে৷ কিন্তু গাড়িটি দ্রুতবেগে পুলিশকে পিষে মারার চেষ্টা করে৷ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়ীটি৷একটু সামনে গিয়ে গাড়িটি দেখতে পায় পেছনের গ্লাস ভাঙ্গা৷ তখন গাড়ির মালিক সংগ্রাম মিয়া তড়িঘড়ি আবার পুলিশের কাছে ছুটে আসে৷ পুলিশকে এসে বলে গাড়িটি তারা নাকি ভেঙ্গে চুরমার করে দিয়েছে৷


এই ঘটনার জেরে সংগ্রাম মিয়া তার এলাকার লোকজন দের নিয়ে বিশালগড় বক্সনগর জাতীয় সড়ক অবরোধ করে বসে৷ তবে দু’পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে৷ গাড়ীর মালিক সংগ্রাম মিয়ার অভিযোগ পুলিশ গাড়ী টি বিনা অপরাধে ভেঙ্গে দিয়েছে৷ অপরদিকে, পুলিশ জানায়, গাড়ীটি থামানোর সিগন্যাল দিলে গাড়ীটি থামায়নি৷ অথচ পুলিশ কে পিষে মারার চেষ্টা করছে৷ পরবর্তী সময়ে পুলিশ ও গাড়ীটির মালিক এবং এলাকার প্রধান বসে ঘটনা টির মীমাংসা করে রাস্তা অবরোধ তুলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *