কেরলে ভ্যান ও লরির সংঘর্ষে মৃত্যু ৪ মৎস্যজীবীর, আহত কমপক্ষে ২৭ জন

তিরুবনন্তপুরম, ২৮ ডিসেম্বর (হি.স.): কেরলের কোল্লাম জেলায় ভ্যান ও লরির সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন মৎস্যজীবী। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। সোমবার গভীর রাত ১২.৩০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কোল্লাম জেলার চাভারা এলাকায়। দুর্ঘটনায় আহত ২৭ জনের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। প্রত্যেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাছ ধরার জন্য সোমবার গভীর রাতে ভ্যানে চেপে বেইপোর হারবারে যাচ্ছিলেন ৩৪ জন মৎস্যজীবী। সেই সময় নীনডাকার ফিসিং হারবার অভিমুখে যাচ্ছিল একটি লরি। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি ধাক্কা মারে ভ্যানে। দুর্ঘটনায় মৃত্যু হয় ৪ জনের। মৃত মৎস্যজীবীদের নাম-বিজু (৩৫), জাস্টিন (৫৬), বেরচুমান (৪৫) ও করুণাবরম (৫৬)। ৩৪ জনের মধ্যে ১২ জন তামিলনাড়ুর বাসিন্দা। ২৭ জনের মধ্যে দু’জনকে সঙ্কটজনক অবস্থায় তিরুবনন্তপুরমের গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।