নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর।। সোমবার ধর্মনগরের অর্ধেন্দু ভট্টাচার্য স্মৃতি ভবনে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন উত্তর জেলা আর এম সুবীর সোম ,ধর্মনগর শাখার সঞ্চালক নীলাদ্রি শেখর ভৌমিক। সভাপতিত্ব করেন বিভা দে চাষা। উত্তর জেলা ১৬ টি ব্রাঞ্চে আজকের এই 46 তম প্রতিষ্ঠা দিবস ৫০৮ জন বেনিফিসারী কে ১৪ কোটি ৪৪ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়।
সুবীর সোম জানান, এবছর ইতিমধ্যেই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের টার্নওভার ১০কোটি টাকার উপর হয়ে গেছে। মার্চ মাস আসলেই সঠিক হিসাব টা দেওয়া সম্ভব হবে ।আরো জানান ত্রিপুরা গ্রামীণ ব্যাংক শুধুমাত্র আজকের দিনে এই ঋণ প্রদান করে এমন নয়। সারা বছর যাবত ঋণদানের কর্মসূচি চলে ।ব্যাংক ঋণ দেয় না একটা প্রচলিত কথা হয়ে গেছে, যদি না দেয় তবে তাদের বেতন হয় না ।ব্যাংক কর্মীরা শুধুমাত্র ব্যাংক ভোক্তাদের টাকার চৌকিদার হিসেবে কাজ করে। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রাজ্যে সর্ববৃহৎ ব্যাংক পরিষেবা। শুধুমাত্র তাই নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে নিয়ে আলোচনা চলছে। কারণ এ ধরনের ৪০ টা ব্যাংক রয়েছে সারা ভারতবর্ষে জুড়ে। তার মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এক নাম্বারে ।একটা ছোট পার্বত্য রাজ্যের ব্যাংক হয়ে কি করে তা সমগ্র গ্রামীণ ব্যাংকে মধ্যে প্রথম স্থানে রয়েছে তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে ।আজ টি আর এল এম ,এন ইউ এল এম, স্বাবলম্বন ,মুদ্রা লোন এবং পি এম এস জি পি প্রকল্পে ঋণদান করা হয়।