আহমেদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): গুজরাট উপকূলে পাকিস্তানি নৌকা থেকে ৪০০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করল উপকূল রক্ষী বাহিনী ও গুজরাট এটিএস-এর যৌথ বাহিনী। ‘আল হুসেইনি’ নামক একটি পাকিস্তানি নৌকা থেকে উদ্ধার হয়েছে ৭৭ কেজি হেরোইন, উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। ওই নৌকায় থাকা ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে গুজরাট উপকূলের কাছে ভারতীয় জলসীমায় ৪০০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে উপকূল রক্ষী বাহিনী ও গুজরাট এটিএস-এর যৌথ বাহিনী। গুজরাট প্রতিরক্ষা পিআরও জানিয়েছেন, পাকিস্তানি নৌকা থেকে ৭৭ কেজি হেরোইন উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী ও গুজরাট এটিএস। পাক নৌকাটিকে পরে কচ্ছ জেলার জাখাউ উপকূলে নিয়ে আসা হয়।