Police station : আক্রান্ত স্বামী, থানার দ্বারস্থ শাসক দলের মহিলা গ্রাম প্রধান

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৯ ডিসেম্বর৷৷ খোদ শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি তথা প্রধান৷ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় বলে প্রশ্ণ চিহ্ণের মুখে ফেলে দিলেন সরাষ্ট্র দপ্তরকে৷ এত দিন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ণ তুলেছে৷ এবার খোদ শাসক বিজেপি দলের প্রধান, লক্ষী চৌধুরীর পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে প্রশ্ণের মুখে ঠেলে দিয়েছে৷ এই লক্ষী চৌধুরী বিলোনিয়া ভারত চন্দ্র নগর ব্লকের অধীন দক্ষিণ ভারত চন্দ্রনগর পঞ্চায়েতের শাসক বিজেপি দলের প্রধান৷ নিগো বানিজ্যকে কেন্দ্র করে স্বদলীয় কর্মীর হাতে আক্রান্ত প্রধানের স্বামী সনঞ্জিত চৌধুরী৷ আক্রমনকারীদের শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে বিলোনিয়া থানাতে দ্বারস্থ প্রধান৷

ঘটনা গত ৪ঠা ডিসেম্বর বিকেলে, বিলোনিয়া মনুরমুখ তবলা চৌমুহনি এলাকায়৷ রাজন দেবনাথ, দুযর্োধন দে ও সুমন দত্ত এই তিন জন বিজেপির কার্যকর্তার বিরুদ্ধে আক্রমনের অভিযোগ তুলে বিলোনিয়া থানাতে মামলা দায়ের করে প্রধান লক্ষী চৌধুরী ঘটনার দিন৷ প্রধান লক্ষী চৌধুরী সহ স্বামী সঞ্জীৎ চৌধুরীর অভিযোগ বিলোনিয়া থানাতে মামলা হওয়ার পরেও পুলিশ মামলা নিতে বিভিন্ন তালবাহানা শুরু করেছে৷ কখনো বা বিলোনিয়া থানার ওসি থানাতে ডেকে নিয়ে বলছে দায়েরকৃত মামলার লেখা ভুল হয়েছে , কখনো বা বলে মামলা আদালতে পাঠানো হয়েছে৷ প্রধান সহ প্রধানের স্বামী মামলার নম্বর সহ রেজিষ্ট্রিকৃত মামলার কপি চাইলে থানার ওসি পাঠিয়ে দিচ্ছে মহকুমা পুলিশ আধিকারিকের কাছে এমনই অভিযোগ৷ মহকুমা পুলিশ আধিকারিকের সাথে দেখা করতে চাইলে, আধিকারিক নিজ অফিসে থাকলেও মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের কর্মীরা বলছে স্যার অফিসে নেই৷ প্রধান সহ প্রধানের স্বামী বিলোনিয়া থানাতে বার বার দ্বারস্থ হবার পরেও পুলিশ প্রশাসনের কাছ থেকে কোন সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ৷ রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দ্ধারস্ব হয়ে , মহকুমা পুলিশ আধিকারিকের কার্যালয়ের সামনে পুলিশের দ্বিচারিতা ভুমিকা ও মামলা নিয়ে অভিযোগ তুলে একরাশ ক্ষোভ উগড়ে দেন পুলিশের বিরুদ্ধে৷ ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে সুবিচারের আবেদন জানান প্রধান সহ তার স্বামী৷