জামনগরে ওমিক্রনে আক্রান্ত দু’জন, গুজরাটে করোনার নয়া রূপে সংক্রমিত বেড়ে ৩

জামনগর, ১০ ডিসেম্বর (হি.স.): গুজরাটের জামনগরে ওমিক্রন আক্রান্ত রোগীর সান্নিধ্যে এসে করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন দু’জন। টেস্ট রিপোর্ট আসার পরই জানা গিয়েছে ওই দু’জন ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। নতুন করে দু’জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর গুজরাটে করোনার নতুন প্রজাতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩।

শুক্রবার জামনগরের মিউনিসিপ্যাল কমিশনার বিজয় কুমার খাড়াডি জানিয়েছেন, জামনগরে ওমিক্রন আক্রান্তের সান্নিধ্যে আসা দু’জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তাঁদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। টেস্ট রিপোর্টে দেখা গিয়েছে উভয়েই ওমিক্রনে সংক্রমিত। ওমিক্রন আক্রান্ত ৩ জনই স্থিতিশীল রয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত দু’জন জিম্বাবোয়ে থেকে আসা ব্যক্তির স্ত্রী ও শ্যালক।