মুম্বই, ১ ডিসেম্বর (হি.স) : বিজেপি বিরোধী জোট গড়তে রাজ্যে-রাজ্যে সংগঠনের বিস্তারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এনসিপি। বুধবার এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এনসিপি নেতা নবাব মালিক।
তৃতীয়বার বঙ্গজয়ের পরই একাধিক রাজ্যে সংগঠন বৃদ্ধি করছে তৃণমূল। বহু রাজ্যেই কংগ্রেস-সহ একাধিক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন একাধিক নেতা-নেত্রীরা। তৃণমূলের এই সংগঠন বৃদ্ধিকে ভালভাবে নিচ্ছে না কংগ্রেস। এই ইস্যুতে তৃণমূলের পাশে দাঁড়ালেন এনসিপি নেতা নবাব মালিক। তিনি বলেন, “বাংলার বাইরে সংগঠন তৈরি করছে তৃণমূল। দলবৃদ্ধি অধিকার সকলের আছে।”
তবে কংগ্রেসকে ছাড়া বিজেপিবিরোধী জোট সম্ভব নয় বলেই মত মালিকের। শরদ পওয়ার এই বিষয়টি আগেও একাধিকবার স্পষ্ট করেছেন বলে দাবি তাঁর। নবাব মালিক আরও বলেন,”মহারাষ্ট্র সফরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শরদ পওয়ারের সঙ্গে দেখা করবেন তিনি। সৌজন্যমূলক সাক্ষাৎ।
মহারাষ্ট্রে সরকার গড়েছে শিব সেনা-এনসিপি-কংগ্রেস। ওয়াকিবহাল মহল বলছে, স্বাভাবিকভাবেই কংগ্রেসকে বাদ দিয়ে জোট গড়ার পক্ষে সওয়াল করতে পারবেন না এনসিপি প্রধান শরদ পওয়ার বা তার দল। তবে ইতিমধ্যে এনসিপি প্রধানের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোর। এবার খোদ তৃণমূল সুপ্রিমো দেখা করবেন তাঁর সঙ্গে। ফলে এই বিজেপিবিরোধী জোট গঠনের ক্ষেত্রে এই বৈঠক তাৎপর্যপূর্ণ হতে চলেছে তা বলাইবাহুল্য।