ত্রিপুরায় শিশু চোর সন্দেহে বহিঃরাজ্যের ৪ সাধু এবং তাঁদের গাড়ি চালককে উত্তম-মধ্যম দিল জনগণ

আগরতলা, ২০ নভেম্বর (হি. স.) : শিশু চোর সন্দেহে বহিঃরাজ্যের ৪ সাধু এবং তাঁদের গাড়ি চালককে আটক করে ত্রিপুরায় উত্তম-মধ্যম দিল স্থানীয় জনগণ। খোয়াই জেলায় তেলিয়ামুড়া থানাধীন শান্তিনগর গ্রামে শনিবার সাতসকালে ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।


গ্রামবাসীর অভিযোগ, শনিবার সকালে শান্তিনগর এলাকায় আট বছরের এক নাবালিকাকে বহিঃরাজ্যের ৪ সাধু হাত ধরে টেনে তাদের ইউপি২২এইউ০৪১৮ নম্বরের কালো রঙ্গের গাড়িতে তুলে নিয়ে যাবার চেষ্টা করছিলেন। ওই সময় স্থানীয় জনগণ ঘটনা টের পেয়ে গাড়িটি আটক করেন। এরপর গাড়িতে থাকা ৪ সাধু সহ চালককে গাড়ি থেকে নামিয়ে উত্তম-মধ্যম দিতে শুরু করেন। উত্তেজিত জনতা তাদের গাড়িটিতেও ভাঙচুর চালিয়েছেন। তাতে, জীতেন্দ্র গোস্বামী (৩১), ভোজরাজ গোস্বামী (৭২), দীনেশ গোস্বামী(২১), টিংকু গোস্বামী(৩২) এবং গাড়ির চালক ধর্মবীর সিং(৩৬) আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে টিঙ্কু গোস্বামীর মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাঁরা সকলেই উত্তর প্রদেশের বিভিন্ন জেলায় বসবাস করেন বলে পরিচয় মিলেছে।


ওই ঘটনাকে কেন্দ্র করে শান্তিনগর এলাকায় প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছিল। তেলিয়ামুড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং চার সাধু সহ তাদের গাড়ির চালককে উদ্ধার করে থানায় নিয়ে গেছে। পুলিশ তাঁদের গাড়িটিও উদ্ধার করে নিয়ে গেছে।


ঘটনা সম্পর্কে সাধুদের বক্তব্য, তারা তীর্থ ভ্রমণে বেরিয়েছেন। দেশের বিভিন্ন জায়গার পুণ্য ভূমিতে ঘুরে বেড়াচ্ছেন। তাদের বিরুদ্ধে শিশু চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। স্থানীয় গ্রামবাসীর বক্তব্য, ওই নাবালিকা কন্যার চিত্কার শুনে সকলে দৌড়ে গেছেন এবং সাধুদের আটক করেছেন। তাঁদের আরো দাবি, পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।


এ-বিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড অফিসার গোবিন্দ দাস জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ওই সাধুরা শান্তিনগর এলাকায় তাঁদের এক ভক্তের বাড়িতে এসেছিলেন। কিন্তু প্রকৃত ঘটনা তদন্তক্রমে বেরিয়ে আসবে।


এলাকাবাসী সূত্রে খবর, ওই ৪ সাধু সহ তাঁদের গাড়ির চালক গতকাল রাতে তেলিয়ামুড়া নেতাজি নগর স্থিত লোকনাথ সেবা মন্দির আশ্রমে রাত্রিযাপন করেছিলেন। তাঁদের ত্রিপুরা সফরের পেছনে আদৌ কোন রহস্য লুকিয়ে রয়েছে তা পুলিশী তদন্তে বেরিয়ে আসবে বলে গ্রামবাসীরা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *