জিনপিংয়ের সঙ্গে বার্তালাপ বাইডেনের, বিভিন্ন বিষয়ে দুই রাষ্ট্রনেতার মতবিনিময়

ওয়াশিংটন, ১৬ নভেম্বর (হি.স.): চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়ালি বার্তালাপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকেই ভার্চুয়ালি জিনপিংয়ের সঙ্গে বার্তালাপ করেছেন জো বাইডেন। চিনের প্রেসিডেন্টকে জো বাইডেন বলেছেন, আমেরিকা-চিন ‘সংঘাত’ রুখতে ‘গার্ডেল’ প্রয়োজন। আবার বাইডেনকে চিনের প্রেসিডেন্ট বলেছেন, যোগাযোগ আরও উন্নত করতে হবে আমেরিকা ও চিনকে।
চিনের প্রেসিডেন্টের সঙ্গে ভার্চুয়ালি এই বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমেরিকা ও চিনের সম্পর্ক যাতে সংঘাতের দিকে না যায় তা নিশ্চিত করার জন্য উভয়েরই দায়িত্ব। বাইডেন আরও বলেছেন, দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে।