নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): লখিমপুর খেরি মামলায় সুপ্রিম কোর্টে তিরস্কৃত হল উত্তর প্রদেশ সরকার। লখিমপুরের ঘটনায় সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে উত্তর প্রদেশ সরকার। সেই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করে সোমবার সর্বোচ্চ আদালত জানিয়েছে, স্ট্যাটাস রিপোর্টে আরও কিছু সাক্ষীদের অনুসন্ধান করা ছাড়া কিছুই নেই।
লখিমপুর খেরির মামলায় সুপ্রিম কোর্ট পরামর্শ দিয়েছে, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রাকেশ কুমার জৈন অথবা অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত সিং লখিমপুর খেরি মামলা তদন্তের তত্ত্বাবধান করতে পারেন। পাশাপাশি লখিমপুর খেরি হিংসা মামলায় বিভিন্ন এফআইআর-এ সাক্ষীদের মিশ্রিত করার বিষয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করেছে এবং চলমান তদন্ত পর্যবেক্ষণের জন্য পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে নিয়োগের প্রস্তাব করেছে।