BRAKING NEWS

সুষমা থেকে সিন্ধু, প্রাপকদের হাতে পদ্ম-সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): নাম ঘোষিত হয়েছিল প্রায় দু’বছর আগে, অবশেষে ২০২০ সালের পদ্ম-সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে পদ্ম-সম্মান প্রাপকদের হাতে সম্মাননা তুলে দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিশিষ্টজনেরা।
মরণোত্তর পদ্মবিভূষণে সম্মানিত করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। সোমবার তাঁর মেয়ে বাসুরি স্বরাজের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন ওলিম্পিয়ান ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পেয়েছেন এয়ার মার্শাল ডঃ পদ্মা বন্দ্যোপাধ্যায়। পদ্মবিভূষণ পেয়েছেন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী চান্নুলাল মিশ্র। পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন সঙ্গীত শিল্পী আদনান সামি। আইসিএমআর-এর প্রাক্তন মুখ্য বিজ্ঞানী ডঃ রামন গঙ্গাখেদকর পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। পদ্মশ্রী পেয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপালের পদ্মশ্রী সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *