চন্ডীগড়, ২৯ আগস্ট (হি.স.): হরিয়ানার কারনালের ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি জানালেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। বললেন দোষীদের শাস্তি হওয়া উচিত। রবিবার হুডা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান হতে পারে। মানুষের কণ্ঠরোধ করে নয়। শনিবারের ঘটনায় উচ্চ-পর্যায়ের তদন্ত হওয়া উচিত। দোষীদের শাস্তি দেওয়া উচিত।
কৃষকদের উপর লাঠিচার্জের ঘটনায় রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা। রবিবার অমৃতসর, লুধিয়ানা-সহ পঞ্জাবের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরুদ্ধ করে কৃষকরা বিক্ষোভ দেখান। দোষীদের শাস্তি চাইছেন অন্নদাতারা।

