পুরী, ২৩ আগস্ট (হি.স.): করোনা-বিধি মেনে আগেই খুলে দেওয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। সোমবার থেকে পুরীর মন্দিরের দরজা খুলে গেল ভক্তদের জন্য। মন্দির খুলেও, সম্পূর্ণ কোভিড-বিধি মেনেই ভক্তদের প্রবেশ করতে হচ্ছে জগন্নাথ মন্দিরে। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই চলতি বছরের ২৪ এপ্রিল থেকে বন্ধ করে দেয়া হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির।
সম্প্রতি ওডিশার করোনা-সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় ভক্তদের জন্যও খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের দরজা। সেই মতো সোমবার থেকেই জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পেরেছেন ভক্তরা। মন্দিরে ভক্তদের প্রবেশ করতে হলে মাস্ক অবশ্যই পরতে হবে, দেখাতে হবে টিকাকরণের সার্টিফিকেট। দূরত্ব বিধি মেনে মন্দিরে ঢুকতে হবে দর্শনার্থীদের।

