শিলং, ১৭ আগস্ট (হি.স.) : রাজধানী শহর শিলঙের পরিস্থিতি সামান্য উন্নত হওয়ায় এলাকা বিশেষ আজ মঙ্গলবার কোথাও দুই কোথাও তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। আজ সকালের দিকে জেলা প্রশাসনের তরফ থেকে আচমকা সরকারিভাবে এলাকার নাম সহ ঘোষণা করা হয়, নিরোপদ্রব এলাকায় দুপুর ১২:০০টা থেকে বেলা ৩:০০টা পর্যন্ত তিন ঘণ্টা এবং অন্য আংশিক উপদ্রুত এলাকায় বেলা ১:০০টা থেকে ৩:০০টা পৰ্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে।
পূৰ্ব খাসিপাহাড়ের জেলাশাসক মাতসিয়েওডোর ওয়ার নংব্রি (আইএএস)-এর জারিকৃত বিজ্ঞপ্তিতে সার্বিকভাবে গোটা শিলঙে এক সঙ্গে কারফিউ শিথিল করা হয়নি।কারফিউ শিথিলের কথা ঘোষণা করে বলা হয়, এই সময়কালে শিলঙের কেবল জনবসতিপূর্ণ পাড়ার দোকানপাট খোলার অনুমতি দেওয়া হয়েছে। তিন এবং দুই ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট এলাকার নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে নিতে বলেছেন জেলাশাসক। তবে সার্বিকভাবে গোটা শিলঙে এক সঙ্গে কারফিউ শিথিল করা হয়নি। এদিকে কারফিউ শিথিল হওয়ার খবর পেয়ে গৃহস্থরা ছুটোছুটি করে পাড়ার দোকানে ভিড় জমান।
জেলাশাসক মাতসিয়েওডোর ওয়ার নংব্রি জানান, গতকাল রাত থেকে শিলঙে কোনও অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়নি। তবে অপেক্ষাকৃত নির্জন স্থান এবং মূল ঘটনাস্থল মওয়াই এলাকায় কিছু বিক্ষিপ্ত ঘটনা সংগঠিত হয়েছে।
প্ৰসঙ্গত, ‘হাইনেউত্রিপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল’ (এইচএনএলসি) নামে মেঘালয়ের এক জঙ্গি সংগঠনের প্ৰাক্তন সাধারণ সম্পাদক চেস্টারফিল্ড থাংখিউ পুলিশের এনকাউন্টারে নিহত হওয়ার পর পূর্ব খাসিপাহাড় জেলা সদর শিলং ও পার্শ্ববর্তী এলাকা সহ সংলগ্ন তিনটি জেলায় বিক্ষিপ্ত নাশকতামূলক ঘটনা সংগঠিত হচ্ছে। এরই পরিপ্রক্ষিতে শুক্ৰবার রাত ৮:০০ থেকে শিলং সহ পার্শ্ববর্তী এলাকায় প্রথমে ১৭ আগস্ট ভোর পর্যন্ত কারফিউ জারি করেছিল রাজ্য প্রশাসন। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় কারফিউয়ের মেয়াদ আরও একদিন বাড়িয়ে ১৮ আগস্ট ভোর পাঁচটা পর্যন্ত হয়েছিল।

