নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট আনলক করল টুইটার। প্রায় এক সপ্তাহ সাসপেন্ড থাকার পর শনিবার রাহুল গান্ধীর টুইটার হ্যান্ডেল আনলক করে দেওয়া হয়েছে। দিল্লিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে, সম্প্রতি মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী। তারপর নিজের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্টও করেন তিনি। তাতেই রাহুলের অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
শনিবার কংগ্রেস সূত্রের জানা গিয়েছে, রাহুল গান্ধীর টুইটার হ্যান্ডেল আনলক করে দিয়েছে টুইটার। পাশাপাশি কয়েকজন নেতার অ্যাকাউন্টও খুলে দেওয়া হয়েছে। এর আগে শুক্রবারই টুইটারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। টুইটারকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়েছিলেন তিনি। পরবর্তী দিনই রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট আনলক করে দেওয়া হল।