নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): কেন্দ্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, এটা গণতন্ত্রের হত্যা। সংসদে যেহেতু বলতে দেওয়া হচ্ছে না, তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রাহুল-সহ বিরোধীরা। কেন্দ্রের তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে সংসদ থেকে বিজয় চক পর্যন্ত মিছিল করে যান বিরোধী নেতারা। ওই মিছিলে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, সঞ্জয় রাউত-সহ অন্যান্য বিরোধী নেতারা ছিলেন।
বিজয় চকে পৌঁছনোর পর রাহুল গান্ধী বলেছেন, “সংসদে বলতে দেওয়া হচ্ছে না বিরোধীদের, তাই আপনাদের (সংবাদ মাধ্যম) সঙ্গে কথা বলতে আমরা এসেছি। এটা গণতন্ত্রের হত্যা।” রাহুল আরও বলেছেন, “সংসদের অধিবেশন শেষ। দেশের ৬০ শতাংশ মানুষ জানেন সংসদে কোনও অধিবেশন হয়নি। দেশের ৬০ শতাংশ মানুষের কণ্ঠস্বর পদদলিত করা হয়েছে।”
শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, “সংসদে নিজেদের মতামত উপস্থাপনের সুযোগই পায়নি বিরোধীরা। মহিলা সাংসদের প্রতি বুধবারের ঘটনা গণতন্ত্রের পরিপন্থী। মনে হচ্ছিল আমরা পাকিস্তানের সীমান্তে দাঁড়িয়ে আছি।”

