রিও ডি জেনেইরো, ১০ আগস্ট (হি.স.): ব্রাজিলে দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা আরও কমে গেল, স্বস্তি দিয়ে কমেছে মৃত্যুর সংখ্যাও। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ২৩৭ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ৬৩ হাজার ৭০৭ জন করোনাভাইরাসে-সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৭১ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৭৮,১৪৩ জন।
আগের দিনের তুলনায় ব্রাজিলে দৈনিক সংক্ৰমণ ও মৃত্যুর সংখ্যা উভয়ই কমেছে। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৮,৯৩৯,০৫১ জন, শতাংশের নিরিখে ৯৭ শতাংশ। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৬,৭৫,৩৮৫ জন। তাঁদের মধ্যে ৬৬৭,০৬৭ জনের শারীরিক অবস্থা খুব খারাপ নয় এবং ৮,৩১৮ জনের অবস্থা গুরুতর।