নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই।। দুই গোষ্ঠির মধ্যে সংঘর্ষের জেরে উত্তর ত্রিপুরা জেলায় পানিসাগর মহকুমায় নরেন্দ্রপুর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ ও টিএসআর মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। পানিসাগর মহকুমা শাসক জানিয়েছেন, চিন্তার কোন প্রয়োজন নেই। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে।
স্থানীয় সুত্রে খবর, দামছড়া থানাধীন কাসকাও ব্রু শিবিরের বাসিন্দাদের সাথে হালাম জনগোষ্ঠির সংঘর্ষ হয়েছে। গত ১৯ জুলাই ব্রু শিবিরের নিকটবর্তী স্থানীয় বাসিন্দা দামছড়া থানায় ফসল নষ্ঠ করার অভিযোগে মামলা করেছিলেন। মূলত, জমি দখল করে বাড়ি বানানোর চেষ্টায় ওই ফসল নষ্ট করা হয়েছে অভিযোগ উঠেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে আজ দুপুরে নরেন্দ্রপুর গ্রাম উত্তপ্ত হয়ে উঠে।
কাসকাও ব্রু শিবির শ’খানেক রিয়াং এবং হালাম জনগোষ্ঠির মধ্যে ঝগড়া বাঁধে। তাতে, মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। অভিযোগ, ব্রু-রা বাড়িঘরে আগুন এবং শুকর ও ছাগল ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঘটনার খবর স্থানীয় প্রশাসনিক আধিকারিক ছুটে যান। কিন্ত, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। খবর পেয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিশাল ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি চালিয়েছে। এরপরই দুই জনগোষ্ঠির জনগণ নিজ নিজ বাড়িতে ফিরে যান।
এদিনের ঘটনায় প্রায় ১৮ জন আহত হয়েছেন। দামছড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। ঘটনা সম্পর্কে পানিসাগর মহকুমা শাসক রজত পন্ত বলেন, দুই জনগোষ্ঠির মধ্যে ঝগড়া মিটে গেছে। আজ দুপুরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তাতে, কয়েকজন আহত হয়েছেন। তবে, এখন এলাকায় সম্পুর্ন শান্তি বিরাজ করছে। তবুও, পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে। নতুন করে ঝগড়া বাঁধার কোন সম্ভাবনা নেই, অভয় দিয়ে বলেন তিনি।