৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার কাছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের ডেপুটেশন

আগরতলা, ৩১ জানুয়ারি : দৃষ্টিহীন শিক্ষক ও ছাত্রছাত্রীদের স্বার্থে ৭ দফা দাবিতে বুনিয়াদি শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৪ সাল থেকে এটিবিএ দৃষ্টিহীন ব্যক্তিদের স্বার্থে কাজ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া, সচেতনতা শিবির ও ডেপুটেশনসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দৃষ্টিহীনদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রচেষ্টা চালানো হচ্ছে।

তাঁদের দাবিগুলির মধ্যে রয়েছে, প্রাথমিক শিক্ষা দপ্তরে প্রতিবন্ধী কর্মীদের অভিযোগ শোনার ও সমাধানের জন্য একজন গ্রিভান্স রিড্রেসাল অফিসার নিয়োগ, যেখানে দৃষ্টিহীন শিক্ষক কর্মরত রয়েছেন সেই সব বিদ্যালয়ে ব্রেইল বই ও প্রশ্নপত্রের ব্যবস্থা, প্রতি বছর দৃষ্টিহীন শিক্ষকদের জন্য পাঁচ দিনের বিশেষ প্রশিক্ষণের আয়োজন এবং নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ৪ শতাংশ সংরক্ষণ নীতি কঠোরভাবে প্রয়োগ হোক।

এছাড়াও, প্রতিবন্ধী অধিকার আইন ২০১৬ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে প্রবেশযোগ্য পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন তিনি। এর মধ্যে ট্যাকটাইল ডিজাইন, বৈজ্ঞানিক র‍্যাম্প ও ব্রেইল ডিসপ্লে স্থাপনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীন সমস্ত প্রধান শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের জন্য প্রতিবন্ধী অধিকার আইন সম্পর্কে সচেতনতা প্রশিক্ষণের দাবিও তোলা হয়।তিনি আরও দাবি জানান, ২০১৭-১৯ শিক্ষাবর্ষে এনআইওএস থেকে ডিপ্লোমা সম্পূর্ণ করলেও যেসব দৃষ্টিহীন শিক্ষক এখনও শংসাপত্র পাননি, তাঁদের অবিলম্বে শংসাপত্র প্রদান করার ব্যবস্থা নিতে হবে।

Leave a Reply