আগরতলা, ৩১ জানুয়ারি: মলয়নগরের কন্টেন্ট ক্রিয়েটার প্রণব দাস দীর্ঘদিন ধরে নাগাল্যান্ডে নিখোঁজ রয়েছেন। জানুয়ারি মাসের ১ তারিখে একা ঘুরতে যাওয়ার পর তিনি ৩ তারিখ রাতে হোটেলে আসার পর থেকেই নিখোঁজ।
পরিবারের সদস্যরা নিজ উদ্যোগে নাগাল্যান্ডে গিয়ে খোঁজাখুঁজি করেছেন, স্থানীয় মানুষের সাহায্য নিয়েও প্রণব দাসের কোন হদিস পাননি। স্থানীয় বিধানসভার উপাধ্যক্ষ ও এমএলএ-র সঙ্গে যোগাযোগ করেও কোনো কার্যকরী তৎপরতা দেখা যায়নি।
পরিবার জানিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কয়েকবার দেখা করার চেষ্টা করা হলেও সেখানেও কোনো ফল পাওয়া যায়নি। সংবাদমাধ্যমের সাহায্য নিয়েও ছেলের সন্ধান পাওয়া যায়নি।
আমরা বাঙালী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রণব দাসের কোন হদিস পাওয়া যায়নি এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও তেমন সহযোগিতা নেই। পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত।
বাঙালী দলের নেতারা অভিযোগ করেছেন, একজন বাঙালী ছেলে বা মেয়ের বিপদে প্রশাসনের তৎপরতা অনেক কম। জনজাতি অংশের মানুষের ক্ষেত্রে সরকারি সহায়তা ও প্রশাসনের কার্যক্রম বেশি তৎপর হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়, কিন্তু বাঙালীদের ক্ষেত্রে তা দেখা যায় না।
দলীয় নেতারা রাজ্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন, প্রণব দাসকে দ্রুত উদ্ধার করার জন্য প্রশাসনকে সক্রিয়ভাবে পদক্ষেপ নিতে হবে। এছাড়াও পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল হওয়ায়, সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

