বিশ্রামগঞ্জে চোরের বাড়বাড়ন্ত, সদ্য স্বামীহারা মহিলার ঘর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

বিশ্রামগঞ্জ, ৩০ জানুয়ারি: বিশ্রামগঞ্জ থানার পশ্চিম বড়জলা এলাকায় সদ্য স্বামীহারা মহিলার ঘরের চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

জানা গিয়েছে, অসহায় বিধবা কণিকা দাস-এর ঘরের দরজা শাবল দিয়ে ভেঙ্গে চোরেরা চলে যায়। চোরের দল হানা দিয়ে নগদ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, ১০ কেজি চাল, পাঁচটি শাড়ি নিয়ে পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, কণিকা দাসের স্বামী শিবুদাসের মৃত্যু মাত্র দেড় মাস হলো। কয়েকদিনের মধ্যে বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু গতকাল গভীর রাতে চোরের দল সমস্ত মূল্যবান জিনিস চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা বলেন, সদ্য স্বামীহারা মহিলার উপর এ ধরনের হামলা অমানবিক। পুলিশকে দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রমাণ সংগ্রহ করছে এবং চুরির সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

Leave a Reply