মঠ চৌমুহনী বাজারে উচ্ছেদ অভিযান নিগমের

আগরতলা, ৩০ জানুয়ারি : মঠ চৌমুহনী এলাকার এইচডিএফসি ব্যাংকের সামনে সরকারি জমি বেআইনিভাবে দখল করে ব্যবসা চালানোর খবর ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে আগরতলা পুর নিগম। পুর নিগমের পূর্ব জোনের পক্ষ থেকে ওই অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় ভেঙে দেওয়া হয়েছে দখল করা ফুটপাত।

এদিনের উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন কর্পোরেটর সুখময় সাহা এবং টাস্কফোর্সের অন্যান্য সদস্যরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই জায়গা সরকারি অনুমতি ছাড়া দখল করে ব্যবসা চলছিল, যা শহরের চলাচল ব্যাহত এবং নাগরিকদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল।

কর্পোরেটর সুখময় সাহা বলেছেন, শহরের সরকারি জায়গা রক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply