আগরতলা, ৩০ জানুয়ারি : সত্য ও অহিংসার প্রবক্তা ও জাতির পিতা মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ প্রদেশ কংগ্রেস ভবনের সামনে এমজিএনরেগা বাতিলের বিরুদ্ধে চার ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। পাশাপাশি, মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেস ভবনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের করেন নেতৃত্বরা।
এরপর কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা গান্ধীঘাটের শহীদ বেদীতে গিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তী সময়ে মনরেগা বাঁচাও কর্মসূচির অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে প্রায় তিন ঘণ্টাব্যাপী গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, বাপুর আদর্শ আজও আমাদের ন্যায়বিচার, শান্তি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার পথে চলতে অনুপ্রাণিত করে। কিন্তু বর্তমান বিজেপি সরকার কার্যত মহাত্মা গান্ধীর আদর্শকে অপমান করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এমজিএনরেগা প্রকল্প বাতিল করে নতুন ভি বি-জি রাম জি প্রকল্প চালু করা হয়েছে, যা দেশের গরিব ও দুঃস্থ মানুষের স্বার্থবিরোধী। এমজিএনরেগা প্রকল্পের ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ শ্রমিকরা উপকৃত হতেন। কিন্তু এই প্রকল্প বাতিল হলে গ্রামীণ দরিদ্র শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি অবিলম্বে এমজিএনরেগা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের জোরালো দাবি জানান।

