আগরতলা, ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল অসম রাইফেলস। রাজস্ব গোয়েন্দা দপ্তর (ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স–ডিআরআই)-এর সঙ্গে যৌথ অভিযানে খোয়াই জেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি টাকা।
অসম রাইফেলস সূত্রে জানা গেছে, খোয়াই জেলায় মাদক পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। ২৪ জানুয়ারি গভীর রাতে জাতীয় সড়ক ৮ নম্বর দিয়ে একটি টাটা ট্রাকযোগে মাদক পাচার করা হচ্ছিল। অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে ১ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় অসমের করিমগঞ্জ জেলার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ব্যবহৃত টাটা ট্রাকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত চলছে।
অসম রাইফেলস জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলে মাদক পাচার রুখতে তারা ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে এই সাফল্য মাদকবিরোধী লড়াইয়ে একটি উল্লেখযোগ্য মাইলফলক বলে মনে করা হচ্ছে

