ধর্মনগর, ২৩ জানুয়ারি: ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বিবিআই মাঠে আজ চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয়। সকাল ঠিক ৯টায় আনুষ্ঠানিকভাবে প্যারেডের সূচনা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই। এছাড়াও উপস্থিত ছিলেন এসডিপিও ধর্মনগর জয়ন্ত কর্মকার, ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।
মুখ্য প্যারেডে মোট নয়টি প্লাটুন অংশগ্রহণ করে। ফুল ড্রেসআপে সুসজ্জিত প্যারেড অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ ও দৃষ্টিনন্দনভাবে প্রদর্শিত হয়। আগামী ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে এই প্যারেড অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাই জানান, ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ এই ফুল ড্রেস প্যারেড আয়োজন করা হয়েছে। একই সঙ্গে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে জেলার সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হোটেল, যানবাহন, রেলপথ এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে, যাতে প্রজাতন্ত্র দিবসের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

